আনাস (রাঃ )থেকে বর্ণিত, মোহাম্মদ (সাঃ ) বর্ণনা করেন যে আল্লাহ তা’আলা বলেন, “যখন বান্দা আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, তখন আমি তার দিকে এক হাত অগ্রসর হই | যখন সে আমার দিকে এক হাত অগ্রসর হয় তখন আমি তার দিকে দুই হাত অগ্রসর হই | আর যখন সে আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই |
[রিয়াদুস সালেহীন : ৯৭, বুখারী – ৭৫৩৬, ৭৪০৫, ৭৫২৭, মুসলিম- ২৬৯৫, তিরমিযী – ২৩৮৮, ৩৬০৩, ইবনে মাজাহ – ৩৮২২, আহমাদ – ৭৩৭৪, ২৭৪০৯, ৮৪৩৬]
মোহাম্মদ(সাঃ ) বলেছেন, তিন প্রকার মানুষ রয়েছে যাদের চোখ জাহান্নাম দেখবে না|
১) যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়,
২) যারা আল্লাহর ভয়ে কাঁদে, এবং
৩) যারা গাঁয়ের-মাহরাম নারীকে দেখে চোখ নিচু করে |
(আত-তারগীব, ৪৭১৩ )