উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ |
অর্থ : আল্লাহ ছাড়া অন্য কেউ উপাস্য নাই এবং হযরত মুহাম্মদ (Saw) তাঁর প্রেরিত রসূল |
[sociallocker]
উচ্চারণ : আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারিকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু |
অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত না এবং আল্লাহর কোন অংশীদার নেই | আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ(সাঃ ) আল্লার শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহ প্রেরিত রসূল |
উচ্চারণ : সুবহানআল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলীইল আজিম |
অর্থ : মহিমান্বিত আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর | আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই | আল্লাহ মহান | সমস্ত প্বিত্রতা আল্লাহর সকল প্রশংসা আল্লাহর | আল্লাহ ছাড়া কোন শক্তি নাই, কোন ক্ষমতা নাই, তিনি সম্মানিত, তিনি মহান |
উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওলাহুল হামদু উহয়ী ওয়া ইয়োমিতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু আবাদান আবাদা জুল জালালী ওয়াল ইকরাম বি ইয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর |
[/sociallocker]
অর্থ : আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই | তিনি এক ও অদ্বিতীয় | তার কোন অংশীদার নেই | সকল ক্ষমতা এবং প্রশংসা তার জন্য | তিনি জীবন ও মৃত্যুর মালিক | তিনি চিরঞ্জীব, সকল সম্মানের মালিক | তার হাতেই সকল মঙ্গল সবকিছুর উপর তার ক্ষমতা রয়েছে |
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আন উশরিকা বিকা শাইআও ওয়া আনা আলামু বিহি ওয়া আসতাগ ফিরুকা লিমা আলামু বিহি ওয়ামা লা আলামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ্শির্কি ওয়াল মা আছি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আক্লু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু রাসূলুল্লাহ |
অর্থ : হে আল্লাহ! আমি তোমার নিকট আশা প্রার্থনা করছি আশা করছি, যেন কাহাকেও তোমার সহিত কখনো অংশীদার না করি | আমার জানা – অজানা গুনাহ হতে ক্ষমা চাইতেছি এবং ইহা হতে তওবা করিতেছি | কুফর, শিরক এবং অন্যান্য সমস্ত গুনাহ হতে বিদূরিত হইতেছি | প্রতিজ্ঞা করিতেছি আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই হজরত মুহাম্মদ (সাঃ ) তাঁহার রাসূল |