সূরা নাস পবিত্র কোরআন-এর ১১৪তম এবং শেষ সূরা| এটি ৬ আয়াত বিশিষ্ট একটি সূরা| এখানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে রাক্ষস ও শয়তানের আক্রমন থেকে|
Surah Nas is the 114th and last chapter (surah) of the Holy Quran. It contains only 6 Ayats or sentences, recites for asking Allah to protect from demons and saitan.
:بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
مَلِكِ النَّاسِ
إِلَهِ النَّاسِ
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ
[sociallocker]
কুল আউযুবি রাব্বিন্নাস | মালিকিন্নাস | ইলাহিন্নাস | মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস | আল্লাযি ইউওয়াসবিসু ফিসুদুরিন্নাস | মিনাল জিন্নাতি ওয়ান্নাস |
Qul a’uzubi rabbinnas. Malikinnas. Ilaahinnas. Min sharril oyas oyasil khannas. Al lazee yuwas wisu fee sudoorin naas. Minal jinnati wannaas.
বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের প্রতিপালকের, মানুষের অধিপতির, মানুষের মা’বুদের, তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় এবং আত্মগোপন করে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জ্বিনের মধ্য থেকে নতুবা মানুষের মধ্য থেকে |
Say, I seek refuge in the Lord of mankind, the Lord of human beings, the Judge of man, who conceals and conceals from his evil, who invokes the heart of man, from the jinn or from man.
[/sociallocker]
১. মুহাম্মদ(সাঃ) এক সাহাবী কে বলেছিলেন: “আমি কি আপনাকে সেরা আশ্রয় সম্পর্কে অবহিত করব না যা আশ্রয় প্রার্থনা করে আল্লাহর কাছে, যে ব্যক্তি আশ্রয় চাই?” তিনি [সাহাবী] বলেছিলেন: ‘অবশ্যই হে মুহাম্মদ(সাঃ)।’ তিনি বলেছিলেন: “বলুন: আমি দিবস উদ্রেককারী পালনকর্তার কাছে আশ্রয় প্রার্থনা করি,” (সূরা আল-ফালাক) এবং বলুন: আমি মানবজাতির পালনকর্তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। (সূরা আন-নাস।
২. জা’ফার আস-সাদিক (রা:) বলেছেন, “যে ব্যক্তি প্রতি রাতে তার ঘরে এই সূরাটি তেলাওয়াত করবে, তাকে জ্বীন ও শয়তানের কুফল থেকে রক্ষা করা হবে”|
৩. সুরা নাাস তাদের উপকার করে যাঁরা শরীরের যে কোনও ব্যথা দানকারী অংশে ব্যথা পেয়ে থাকে|
৪. ছোট বাচ্চাকে জ্বীন বা শয়তান এর হাত থেকে দূরে রাখার জন্য এটি পাঠ করা হয়|
৫. কোনো ব্যাক্তি যদি রাতে ঘুমানোর পূর্বে সূরা নাস, সূরা ফালাক ও সূরা ইখলাস পাঠ করে, তাহলে সে সকাল পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকে|
Muhammad (PBUH) said to one of the Companions: “Shall I not inform you of the best refuge which is seeking refuge with the Allah, the person who seeks refuge?” He [the Companion] said: “Of course, O Muhammad (PBUH).” He said: “Say: I seek refuge in the Lord who created the day,” (Surah Al-Falaq) and say: I seek refuge with the Lord of mankind. (Surah An-Nas)
Jafar As-Sadiq (Rah) said, “The person who recites this Surah every night in his house, will be protected from the evil of the jinn and the devil”.
Surah Naas benefits those who have pain in any part of their body
It is recited to keep the safe young children from the jinn or the devil
If a person recites Surah Nas, Surah Falaq and Surah Ikhlas before going to sleep at night, he is in the custody of Allah till morning.
To learn more Surah of Holy Quran Click here: https://www.bengalisite.com/bangla-surah/
(1 كهيعص কাফ-হা-ইয়া-আইন-সাদ (2 ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهُ زَكَرِيَّا এটা আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তাঁর বান্দা যাকারিয়ার প্রতি। (3 إِذْ… Read More
(1 المص আলিফ, লাম, মীম, ছোয়াদ। (2 كِتَابٌ أُنزِلَ إِلَيْكَ فَلَا يَكُن فِي صَدْرِكَ حَرَجٌ مِّنْهُ لِتُنذِرَ بِهِ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ… Read More
(1 الْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَجَعَلَ الظُّلُمَاتِ وَالنُّورَ ۖ ثُمَّ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ يَعْدِلُونَ সর্ববিধ প্রশংসা আল্লাহরই জন্য… Read More
Surah Al Imran Bangla Translation: 1) الم আলিফ লাম মীম। 2) اللَّهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ আল্লাহ ছাড়া… Read More
Surah Taha Bangla بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 1. طه তোয়া-হা 2.… Read More
Surah Lahab Bangla بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ… Read More
View Comments
I really appreciate this post. I have been looking all over for this! Thank goodness I found it on Bing. You've made my day! Thanks again
I couldn’t resist commenting
Dear Author, thank you so much for this content.