Ayatul Kursi(Bangla) is frequently called in English as The Throne Verse is the 255th verse of the 2nd Surah of the Quran, Al-Baqarah. The verse discusses how nobody and nothing is considered to be similar to Allah.

This is one of the best-known, important verses of the Quran and is widely memorized and displayed in the Islamic world.

Click Here for Details of Ayatul Kursi in English

Ayat Al Kursi / Ayatul Kursi Arabic

بسم الله الرحمن الرحيم

اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاو ;َاتِ وَالأَرْضَ وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

Ayatul Kursi Video

Source: https://www.youtube.com/watch?v=SR5ykVdTzHE

Ayat Al Kursi / Ayatul Kursi English

Bismillaahir Rahmaanir Raheem
Allahu laaa ilaaha illaa huwal haiyul qai-yoom; laa taakhuzuhoo sinatunw wa laa nawm; lahoo maa fissamaawaati wa maa fil ard; man zallazee yashfa’u indahooo illaa be iznih; ya’lamu maa baina aideehim wa maa khalfahum; wa laa yuheetoona beshai ‘immin ‘ilmihee illa be maa shaaaa; wasi’a kursiyyuhus samaa waati wal arda wa la ya’ooduho hifzuhumaa; wa huwal aliyyul ‘azeem

Ayat Al Kursi / Ayatul Kursi Meaning

Allah! There is no god but Him, the Alive, The Self-subsisting, Eternal. Neither slumber nor sleep overtaketh Him. Unto Him belongeth whatsoever is in the skies and whatsoever is inside the ground. Who could intercede in His presence without His consent? He also knoweth What (appeareth to His creatures As) Before or After or Behind them. Nor shall they compass Aught of His understanding Except what He wills. His throne doth extend Over the heavens And on earth, and He is never weary of preserving them, For He is the Highest. The Supreme (in glory).

Ayat Al Kursi / Ayatul Kursi Bangla

আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম লা তা’খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মান যাল্লাযী ইয়াস ফায়ু ইন দাহু ইল্লা বি ইজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা সাআ ওয়াসিয়া কুরসিইউ হুস ছামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজীম।

Ayat Al Kursi / Ayatul Kursi Bangla Meaning

আল্লাহ! তিনি ব্যতীত কোন উপাস্য নেই, তিনি জীবিত, স্ব-সহায়ক, শাশ্বত। তন্দ্রা বা নিদ্রা তাকে পরাস্ত করে না। আকাশে যা আছে তা এবং যা মাটির অভ্যন্তরে রয়েছে তাঁরই তাঁর। তাঁর সম্মতি ব্যতিরেকে তাঁর উপস্থিতিতে কে সুপারিশ করতে পারে? তিনি তাদের আগে বা পরে বা পিছনে কী (তাঁর সৃষ্টির সামনে উপস্থিত) তাও তিনি জানেন। তারা তাঁর ইচ্ছা ব্যতীত তাঁর ইচ্ছাকে পরিবেশন করবে না তিনি ব্যতীত। তাঁর সিংহাসন নভোমন্ডল ও পৃথিবীতে বিস্তৃত রয়েছে এবং তিনি তাদের সংরক্ষণে কখনও ক্লান্ত হন না, কারণ তিনিই সর্বশ্রেষ্ঠ। সর্বোচ্চ (মহিমান্বিত)।

Ayat Al Kursi / Ayatul Kursi Benefits in English

1) One who recites Ayatul Kursi every morning will probably be in the protection, the protection of Allah until the night time.

2) If a person recites it once, when going out of the home, Almighty Allah has a group of Angels to come and protect him/her. If recited twice, then two groups of Angels are assigned to do this. In case recited thrice, Allah tells the Angels not to worry as the Almighty himself protects the person.

3) Allah Almighty told Hazrat Musa (A.S), If one recites it after every Namaz, the Almighty Allah will make his heart a thankful one, will give him a reward of the Prophets and his deeds will be like those of the truthful and nothing except death will stop him from going into heaven.

4) Prophet Muhammad (Saw) said, If one recites Ayatul Kursi before going to sleep, Allah will send an Angel to come and look after you and protect.

5) One who recites Ayatul Kursi after every prayer, their Namaz will be accepted. And they will remain in the safety of the Allah Almighty and He will protect them.

6) Frequent recitation of Ayatul Kursi makes your own passing away easy.

7) When someone is alone in the home, recitation of Ayatul Kursi will make him/her remain calm & he/she will not fear.

Ayat Al Kursi / Ayatul Kursi Fazilat (Bangla)

1) যে ব্যক্তি প্রতি সকালে আয়াতুল কুরসী তেলাওয়াত করবে সে রাত্রিকাল অবধি আল্লাহর সুরক্ষায় থাকবে।
2) যদি কোনও ব্যক্তি একবার এটি তিলাওয়াত করে বাড়ি থেকে বেরোনোর সময়, সর্বশক্তিমান আল্লাহ তায়ালার একদল ফেরেশতা আসবে এবং তাকে রক্ষা করবে । যদি দু’বার তেলাওয়াত করা হয়, তবে ফেরেশতার দুটি গ্রুপকে এটি করার জন্য নিয়োগ দেওয়া হবে । যদি তিনবার তেলাওয়াত করা হয়, আল্লাহ পরাক্রমশালী ব্যক্তিদেরকে উদ্বিগ্ন হতে বলেন না যেহেতু সর্বশক্তিমান স্বয়ং সেই ব্যক্তিকে রক্ষা করেন।
3) মহান আল্লাহ তায়ালা হযরত মুসা (আ।) কে বলেছেন, প্রত্যেক নামাজের পরে যদি কেউ এটি পাঠ করে তবে সর্বশক্তিমান আল্লাহ তাঁর হৃদয়কে কৃতজ্ঞ করে তোলেন, তাকে নবীদের পুরষ্কার দান করবেন এবং তাঁর আমল সত্যবাদীদের মতো হবে এবং কিছুই না মৃত্যু ছাড়া তাকে স্বর্গে যেতে বাধা দেবে।
4) হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ঘুমোনোর আগে আয়াতুল কুরসী তেলাওয়াত করে, তবে আল্লাহ তাকে ফেরেশতা প্রেরণ করবেন, তার দেখাশোনা এবং সুরক্ষা দেবেন।
5) যে ব্যক্তি প্রত্যেক নামাযের পরে আয়াতুল কুরসী তিলাওয়াত করবে, তাদের নামাজ কবুল হবে এবং তারা মহান আল্লাহতায়ালার সুরক্ষিত থাকবে এবং তিনি তাদের রক্ষা করবেন।
6) আয়াতুল কুরসীর নিয়মিত তেলাওয়াত, আপনার নিজের ইন্তেকালকে সহজ করে তোলে।
7) বাড়িতে যখন কেউ একা থাকে, আয়াতুল কুরসীর তেলাওয়াত তাকে শান্ত রাখবে এবং তার ভয় করবে না।


5 Comments

Business Accountant Near Me · July 4, 2020 at 5:05 am

I love reading a post that will make men and women think. Also, thank you for allowing me to comment!

Avant Mortgage Loan Advisory · May 28, 2020 at 4:17 pm

Enjoyed every bit of your blog article.Thanks Again. Great.

Wade Haupert · April 20, 2020 at 4:36 pm

Only wanna tell that this is extremely helpful, Thanks for taking your time to write this.

oprol evorter · September 27, 2019 at 10:32 am

This is a very good tips especially to those new to blogosphere, brief and accurate information… Thanks for sharing this one. A must read article.

Shanelle Cavaness · September 25, 2019 at 6:41 am

This is the right blog for anyone who wants to find out about this topic. You realize so much its almost hard to argue with you (not that I actually would want…HaHa). You definitely put a new spin on a topic thats been written about for years. Great stuff, just great!

Comments are closed.